নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস অতিরিক্ত অভিযোগের সম্মুখীন হতে পারেন এবং আরও অভিযুক্তদের নাম যুক্ত করা হতে পারে। বুধবার (২ অক্টোবর) আদালতে শুনানির সময় এ কথা বলেছেন প্রসিকিউটররা। গত সপ্তাহে মেয়র অ্যাডামসের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের একটি বিশাল ইনডিক্টমেন্ট প্রকাশিত হয়েছিল। প্রসিকিউটর হেগান স্কটেন বলেছেন, ‘আমরা দ্রুত এগোচ্ছি। এটি খুব সম্ভব।’
অ্যাডামস তার বিরুদ্ধে আনা অবৈধ বিদেশি অনুদান সংগ্রহ ও গ্রহণের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসিকিউটর স্কটেন আরও জানান, ২০২১ সালের গ্রীষ্মে মেয়র হওয়ার আগেই অ্যাডামসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। এই তদন্তে টেক্সট বার্তা, ইমেইল এবং তুর্কিশ এয়ারলাইন্সের রেকর্ড উদ্ধার করা হয়েছে, যা দেখায় যে মেয়র কিছু ফ্লাইটের অর্থ প্রদান সঠিকভাবে করেছেন বলে একটি ভান সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, যা প্রকৃতপক্ষে সত্য ছিল না। স্কটেন বলেন, ‘এটি একটি ঘুষ এবং এটি আইনবিরুদ্ধ।’
প্রসিকিউটররা জানান, অবৈধ দাতা এবং অভিযুক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেবেন। এ ছাড়া প্রসিকিউটররা দাবি করেন, অ্যাডামস সাক্ষী প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
মেয়রের প্রথম শুনানির সময় তার আইনজীবী বিচারককে ঘুষের অভিযোগ খারিজ করার অনুরোধ জানিয়েছেন এবং তদন্ত-সংক্রান্ত ফাঁস হওয়া তথ্যের জন্য প্রসিকিউটরদের শাস্তি প্রদানের দাবি করেছেন। বিচারক ডেল হো বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সবারই আগ্রহ রয়েছে, তবে তৎক্ষণাৎ বিচারের কোনো তারিখ নির্ধারণ করেননি।
ঠিকানা/এনআই