বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবকও বলা হয়। টুইটারে বেশ সক্রিয় তিনি। কখনো ভক্তদের উদ্দেশ্যে কবিতা, আবার কখনো জাতীয় ইস্যুতে প্রতিবাদী কণ্ঠ। অমিতাভের লেখনীর প্রশংসাও করেন সকলে। তবে এবার একটি বিতর্কিত টুইট বেশ ঝামেলায় ফেলে দিয়েছে তাকে। যদিও সেটি ১৩ বছর আগের! সেই টুইটটি হঠাৎ করেই ভাইরাল হয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে অমিতাভের তুমুল সমালোচনা।
২০১০ সালের ১২ জুন অন্তর্বাস নিয়ে একটি টুইট করেছিলেন অমিতাভ। সকলের কাছে ছুড়ে দিয়েছিলেন এক প্রশ্ন। অমিতাভ লিখেছিলেন, ইংরেজিতে ব্রা কেন একবচন, আর প্যান্টি’কেন বহুবচন? এখন সেই পুরনো টুইট ঘুরছে অনলাইনে।
তার টুইট ভাইরাল হতেই তৈরি হচ্ছে বিভিন্ন মিম। অমিতাভের সেই টুইটের প্রসঙ্গে একজন লিখেছেন, আপনি অন্তর্বাস নিয়ে গবেষণা শুরু করলেন কবে? আরেকজন লিখেছেন, শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্নটা করলেন তিনি। অন্য একজন লিখেছেন, ছিঃ স্যার! আপনার থেকে এতটা নিম্নরুচি আশা করিনি।
যদিও অমিতাভ মুছে দেন তার টুইট! তবে অনেকেই স্ক্রিনশট রেখে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। এদিকে নিজের সেই টুইট নিয়ে এখনো নীরব অমিতাভ বচ্চন। এই মুহূর্তে ‘কোন বানেগা ক্রোঢ়পতি’র শুটিং নিয়ে ব্যস্ত অমিতাভ। এর ১৫ তম সিজন নিয়ে খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় ফিরবেন তিনি। অন্যদিকে হাতেও রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘কালকি’।
ঠিকানা/এসআর