Thikana News
১০ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ভারত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ভারত ছবি : সংগৃহীত


কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। হাতে আর মাত্র একটি দিন বাকি থাকায় জবাব দিতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় ব্যাটাররা। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আকাশী-নীলরা। ৩০ সেপ্টেম্বর (সোমবার) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে বা ১৮ বলে দলীয় অর্ধশতকের পৌঁছায় ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলীয় ৫০ রানে পৌঁছানোর ঘটনা।

এর আগে, চলতি বছরের ২৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬ বলে দলীয় দ্রুততম পঞ্চাশ রানের নতুন রেকর্ড গড়েছিল ইংলিশরা। সেবার থ্রি লায়ন্সরা ভেঙে দিয়েছিলো ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদেরই গড়া ২৭ বলে দলীয় পঞ্চাশ পেরোনোর রেকর্ড। ২০০২ সালে লঙ্কানদের বিপক্ষে করা ৩০ বলের চতুর্থ দ্রুততম দলীয় ফিফটির মালিকও ইংল্যান্ড। তালিকার পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৪ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে সেবার ৩২ বলে এই মাইলফলকে পৌঁছেছিলো তারা।

কানপুরে ব্যাট হাতে অবশ্য অন্য আরেকটা রেকর্ডও গড়েছেন হিটম্যান রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ১৯৪৮ সালে জিম লেকারের দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফোফি উইলিয়ামস। এ ছাড়া আরও একটি রেকর্ড গড়েছে স্বাগতিকরা। দ্রুততম দলীয় ১০০’র রেকর্ডও করেছে তারা। মাত্র ৬১ বলে অর্থাৎ ১০ ওভার ১ বলে দলীয় ১০০ (১০৩) পূর্ণ করেছে রোহিত-কোহলিরা।

উল্লেখ্য, কানপুর টেস্টে আগে ব্যাট করে মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৩৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স