Thikana News
১০ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

জুলাই বিপ্লবে নারীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন : হাসনাত

জুলাই বিপ্লবে নারীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন : হাসনাত ছবি : সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে তিনি নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। শুক্র ও শনিবার এই দুদিন নারীদের ওপর হামলাকারীদের ছবি বা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত লিখেছেন, ‘শুক্র ও শনি দুদিন, নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন।

কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ওপরের হ্যাশট্যাগ দুটি দিয়ে জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা/ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স