
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দুপুরে ৭৩ স্ট্রিটের ৩৭ এভিনিউতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ স্ট্রিটের শুভ উদ্বোধন ঘোষণা করেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। তার সাথে এই স্ট্রিটের নামকরনের ফলক উন্মোচন করেন নিউইয়র্কের নির্বাচিত প্রতিনিধি ক্যাটিলিনা ক্রুজ, গ্রেস ম্যাং, জেসিকা গঞ্জালেস, লিন্ড লে, স্টেট সিনেটের মাইকেল জিয়ানরিসসহ নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও তার অফিসের উদ্যোগে নেইমফলক এর উদ্বোধনী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, সাথে ছিল জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশেন-জেবিবিএ। সেখানে দুই পর্বে অনুষ্ঠান হয়। প্রথম পর্ব শুরু হয় বেলা দু’টা থেকে। চলে বেলা তিনটা পর্যন্ত। বেলা তিনটা থেকে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব ছিল সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও তার অফিসের। দ্বিতীয় পর্ব ছিল জেবিবিএ-এর।



শেখর কৃষ্ণান বাংলাদেশ স্ট্রিট নামকরণ করার বিষয়টি বাংলাদেশীদের সাফল্য হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, এই স্ট্রিটের নামকরণ বাংলাদেশ স্ট্রিট করতে পেরে আমরা ভীষন খুশী। বাংলাদেশী কমিউনিটির এখানে বিশেষ অবদান রয়েছে। এই অবদান তারা ধারাবাহিকভাবে রেখে চলেছেন। ৭৩ স্ট্রিট হচ্ছে বাংলাদেশীদের হার্ট। এখানে অনেক বাংলাদেশী প্রতিষ্ঠান রয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশীরা আসেন। তাদের কমিউনিটিতে অনেক অবদান রয়েছে। তাদের জন্য এটি করতে পেরে আমি আনন্দিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্র্যাটলিনা ক্রুস, গ্রেস ম্যাং, নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্লীওমেন জেসিকা গঞ্জালেস, সিটি কাউন্সিলম্যান স্টিভেন রাগা, মাইকেল জিয়ানারিস নিউ ইয়র্ক স্টেট সিনেটের সিনেটর প্রমুখ। তারা সবাই বাংলাদেশীদের সাফল্য বর্নণা করেন এবং তাদের অবদান বিশেষভাবে স্মরণ করে বলেন, বাংলাদেশীরা কমিউনিটি বিণির্মানে বিশেষ অবদান রেখে চলেছেন। আজকে বাংলাদেশ স্ট্রিট এর উদ্বোধন করতে পেরে আমরা ভীষন আনন্দিত।