অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) হেলথ প্রফেশনালদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দ্য হেলথ কেয়ার প্রফেশনাল (এইচসিপি) চ্যাপ্টার আসালের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন ফেডারেল ও স্টেটের নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। দ্য নিউইয়র্ক স্কুল ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসিস্ট্যান্টস, লং আইল্যান্ড সিটির কুইন্স বুলেভার্ডে অনুষ্ঠিত এই আয়োজনে ছিলেন অ্যাসাল হেলথ কেয়ার প্রফেশনালস চ্যাপ্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মেজবাহ উদ্দিন, ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ কে চৌধুরী, এইচসিপি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ডা. রফিক আহমেদ এবং এইচসিপি চ্যাপ্টারের সেক্রেটারি ডা. মাহফুজ হোসেন।
অ্যাসাল হেলথকেয়ার প্রফেশনালস চ্যাপ্টার এর একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে রয়েছেন: অ্যাসাল হেলথ কেয়ার প্রফেশনাল চ্যাপ্টার এর নেতৃত্বে রয়েছেন সভাপতি ডা. রফিক আহমদ, ডা. শাহ রহমানের নির্বাহী সহ-সভাপতি, ডা. মাহফুজ হোসেনের সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি, করসপন্ডিং সেক্রেটারি ডা. ইমরান খান, কোষাধ্যক্ষ ডা.এ কে এম নজরুল ইসলাম, ডা. জাহিদুর রহমান পলিটিক্যাল ডাইরেক্টর, ডা. শিমিলী -মহিলা কমিটির সভাপতি, ডা. সামিরা খান- অভিবাসন বিষয়ক পরিচালক, নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, সহ- সভাপতি, ডা. জোশুয়া নিলি, ডা. যুবরাজ ভানোট, ডা. উসমান জেড আলভী, ডা. মোহাম্মদ আমিনুল্লাহ শেখ, ডা. আমিনুল চৌধুরী, ডা. ফিলিপ ফাউদ হক, ডা. অতীন সাহা, ডা. মোহাম্মদ হক, ডা. মুহাম্মদ সেলিম শহীদ, ডা. জাভিয়ের সোলোজানো, ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, ডা. এনামুল খান, ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, ড. মুহাম্মদ মাহমুদ, ডা. শামসুল হুদা, ডা. জিনাত আরা বেগম।
ট্রাস্টি হিসাবে রয়েছেন- ডা. মুজিবুল হক, ডা. মজিবুর রহমান মজুমদার, ডা. আশফাক হোসেন, ডা. আবু মুহাম্মদ হক, ডা. নন্দ পাঞ্জওয়ানি, ডা. এলসা মোরা, ডা. সাজ্জাদ হোসেন।
মহিলা বিষয়ক কমিটিতে রয়েছেন ডা. হিনা নিয়াজী, ডা. সালমা আহমেদ, ডা. শাহিনা হক, ডা. মাহফুজা এ খান, ডা. সুলতানা রহমান, ডা. ফারজানা রহমান, ডা. সাবিহা আক্তার, ডা. নারগেস জোশাঘানি, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. রুজিনা মুনিম, ডা. সামিয়া জাহান, ডা.সুলতানিয়া রাজিয়া, ডা. লুবনা ইসলাম, ডা. প্রবীন গনি, ডা. ইভেট এল ল্যারি-স্যাডলার শ্রদ্ধা লোহানী। যুব কমিটিতে রয়েছেন ডা. রাশেদুল হাসান, ডা. মোরশেদ আলম, ডা. হাসানুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠান শুরু হয় বেলা চারটায়। রেজিস্ট্রেশন পর্ব চলে চারটা থেকে ছয়টা পর্যন্ত স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মেজবাহ উদ্দিন। হোস্ট ছিলেন এনওয়াইএসএমডিএ এমএস লিসা জর্ডান, কিনোট স্পিকার ছিলেন (হেলথ কেয়ার) প্রফেসর অব মেডিসিন ডা. কন্ড্রাড ফিসার। বক্তব্য দেন এইচপি চ্যাপ্টার প্রেসিডেন্ট ডা. রফিক আহমেদ, এইচসিপি লিডার ডা. হক, ডা. মজুমদার, ডা. শাহ, ডা. শর্মিলা।
গেস্ট স্পিকার হিসেবে আমন্ত্রিত অতিথি ছিলেন কিনোট (লেজিসলেটিভ) নিউইয়র্ক স্টেট সিনেট মেজরিটি লিডার অ্যান্ড্রেরা স্টেওয়ার্ট-কুইজিন্স, প্রেসিডেন্ট প্রো ট্যামপ্রো, ইউএস স্টেট সিনেটর, নিউইয়র্ক ক্রিস্ট্রিন জিলিব্র্যান্ড, হাউস অব রিপ্রেজেন্টেটিভ, মনিটরি লিডার হাকিম জেফরি, ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসওমেন গ্রেস ম্যাং, কুইন্স ডিস্ট্রিক্ট ১১ এর নিউইয়র্ক স্টেট সিনেটের টবি অ্যান স্ট্যাভাস্কি, কুইন্স ডিস্ট্রিক্ট-১৪ এর নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি ল্যু, কুইন্স ডিস্ট্রিক্ট-১৩ এর নিউইয়র্ক স্টেটের সিনেটর জাসিকা রামোস, কুইন্স ডিস্ট্রিক্ট-১৪ এর নিউইয়র্ক স্টেট সিনেটর লিরয় কমরি, ব্রুকলিন ডিস্ট্রিক্ট-১৯ এর নিউইয়র্ক স্টেট সিনেটর রক্সানি জে প্রাসাদ, ব্রুকলিন ডিস্ট্রিক্ট-২১ এর নিউইয়র্ক স্টেট সিনেটর কেভিন এস পার্কার, দ্য ব্রঙ্কস এবং ম্যানহাটনের ডিস্ট্রিক্ট-৩১ এর নিউইয়র্ক স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন, ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট-৩২ এর নিউইয়র্ক স্টেট সিনেটের লুইস সিপুলভেদা, ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট-৩৪ নিউইয়র্ক নিটের নাথালা ফারন্দেজ।
রাত আটটা থেকে নয়টা পর্যন্ত ছিল ডিনার। নৈশভোজের পর্ব আগত অতিথিদের মুগ্ধ করে। নৈশভোজের পর বাকি পর্ব নয়টা থেকে আবার দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় আরো ছিলেন কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিম্যান ডেভিড আই ইউপ্রেন, কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৪০ এর অ্যাসেম্বলিম্যান রন কিম, কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩১ এর অ্যাসেম্বলিম্যান আন্ডারসর। ব্রঙ্কসের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ এর অ্যাসেম্বলিম্যান ক্যারিনাস রায়েস, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৬১ এর অ্যাসিস্ট্যান্ট ম্যাজরিটি লিডার চার্লস ডি ফল, কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৯ এর অ্যাসেম্বলি ওমেন ক্যাটলিনা ক্রুজ, ওয়েচেস্টার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৯০ এর অ্যাসেম্বলিম্যান ডা. নাদের জে সিং, ব্রুকলিন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৫৭ এর অ্যাসেম্বলিওমেন পারা সাউরান ফরইস্ট। এ ছাড়া ব্রঙ্কস অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিম্যান জন জাকারাও জুনিয়রসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।