Thikana News
১০ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ফেনীতে আসছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম

ফেনীতে আসছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম ছবি: সংগৃহীত


ফেনীতে পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমামের আগমন উপলক্ষে ১০তম আন্তর্জাতিক মহাসম্মেলনের তারিখ ঘোষণা। পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম, বর্তমান হারামাইনের সিনিয়র মুহাদ্দিস, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশ্ববরেণ্য আলেম ড. শায়েখ হাসান আল বুখারি প্রথমবারের মতো বাংলাদেশে আগমন করবেন। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও ফেনীতে ১০তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ ঘোষণা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৬ ও ১৭ জানুয়ারি (২০২৫) দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম ড. শায়েখ হাসান আল বুখারি পবিত্র জুমার নামাজের ইমামতি করবেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসল্লিদের নিয়ে রবের নিকট মোনাজাত করবেন।

শুক্রবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর নির্বাহী সভাপতি ও রঘুনাথপুর দারুল উলূম মহিউচ্ছুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর তত্বাবধানে ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার আমন্ত্রণে ও মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীরের আহ্বানে বাংলাদেশে আসছেন পবিত্র ক্বাবা শরীফের সাবেক ইমাম, বর্তমান হারামাইনের সিনিয়র মুহাদ্দিস, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশ্ববরেণ্য আলেম ড. শায়েখ হাসান আল বুখারি।

ঠিকানা/এসআর 
 

কমেন্ট বক্স