সিলেট, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ এই তিন জেলায় বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ছয়, সিরাজগঞ্জে দুই ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে একজনের।
শনিবার (২১ সেপ্টেম্বর) দেশজুড়ে বজ্রবৃষ্টি হওয়ায় বিভিন্ন সময়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
সিলেট : সিলেটে এক দিনে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভিন্ন সময় কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে এসব ঘটনা ঘটে। এর মধ্যে কানাইঘাটে দুজন, জৈন্তাপুরে দুজন এবং কোম্পানীগঞ্জে একজন ও গোয়াইনঘাটে একজন মারা যান।
কানাইঘাটে মারা যাওয়া ব্যক্তিরা হলেন লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩৫) এবং কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তোতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮)।
কেউটিহাওর গ্রামের কালা মিয়া (৩৫) শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন। আর বিকেল তিনটার দিকে উত্তর দলইরমাটি গ্রামের নূর উদ্দিন (৫৮) বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন।
এদিকে দুপুরে জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫) বজ্রপাতে মারা যান।
এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বজ্রপাতে নেজামুল হক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুর দুইটায় উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পশ্চিম পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরফান আলীর ছেলে।
অন্যদিকে গোয়াইনঘাটে বজ্রপাতে মারা যান রোকশানা বেগম (৪৭) নামের এক গৃহবধূ। তিনি জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল ইসলাম (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪০)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সারা দিন উল্লাপাড়ায় দিনমজুরের কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন তারা। ঝড়-বৃষ্টির সময় বাড়ির কাছাকাছি পৌঁছাতেই তাদের ওপরে বজ্রপাত হয়। এতে রাস্তাতেই দুজন আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই দীন ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়।
ঠিকানা/এনআই