চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়লেন শুভমান গিল ও ঋষভ পন্ত। গিলের পর পন্তও তুলে নিলেন ফিফটি। তাদের কার্যকরী ব্যাটিংয়ে এরইমধ্যে চারশ ছাড়িয়েছে ভারতের লিড। ৪৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৪ রান। লিড বেড়ে ৪১১ রান। গিল ৭৫ ও পন্ত ৭২ রানে অপরাজিত।
এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা। যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।
ঠিকানা/এএস