Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ছবি সংগৃহীত



 
কদিন আগেই শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রানার্স আপ দলে দুটি পরিবর্তন এনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে সুযোগ পাওয়া নতুন দুজন হলেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম।

এশিয়া কাপের মতো নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করছে মালয়েশিয়া। এবারের আসরের জন্য বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘোষিত ১৫ জনের দল ঘোষণা করে বিসিবি। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন অরভিন তানি ও মেহেরুন নেসা। অবশ্য স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন তারা।

১৬ দেশের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

এশিয়া কাপের মতো বিশ্ব আসরেও দলকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। তার নেতৃত্বে এশিয়া কাপে রানার্সআপ হয় বাংলাদেশ। বিশ্বকাপের আগে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এ জন্য আগামী বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বে দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসত ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফরিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স