Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কক্সবাজার বিমানবন্দর থেকে আ. লীগ নেতা রাশেদ আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে আ. লীগ নেতা রাশেদ আটক ছবি : সংগৃহীত
কক্সবাজারের জেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসেদুল হক রাশেদকে আটক করেছে র‌্যাব সদস্যরা। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব সদস্যরা তাকে আটকের পর গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

রাত ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের ঘুনগাছ তলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে বিএনপির মিছিলে থাকা একজন নিরীহ ব্যক্তি হত্যার শিকার হন মর্মে থানায় কিছুদিন আগে একটি মামলা দায়ের হয়েছে।
আওয়ামী লীগের আটক নেতা রাশেদকে ওই মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য বুধবার তাকে আদালতে চালান করা হবে। আটক আওয়ামী লীগ নেতা রাশেদ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র এবং জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার পৌরসভার গেল নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স