Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মেট্রোরেল থেকে ছিদ্দিকের বিদায়, নতুন এমডি নিয়োগ

মেট্রোরেল থেকে ছিদ্দিকের বিদায়, নতুন এমডি নিয়োগ এম এ এন ছিদ্দিক ও মোহাম্মদ আব্দুর রউফ । ছবি : সংগৃহীত
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। ৯ সেপ্টেম্বর (সোমবার) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা দুই প্রজ্ঞাপনে এ নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ দেওয়া হয়।

এর আগে ৭ সেপ্টেম্বর এম এ এন ছিদ্দিককে নিয়ে ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে ‘How a retired bureaucrat becomes metro monarch, muddles matters’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। এ পদ থেকে অবসরে গেলে তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

অন্যদিকে, ডিএমটিসিএলের নতুন এমডি আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাকে এমআরটি ৫–এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ পদেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স