Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

ইউএস ওপেন জিতে সিনারের ইতিহাস 

ইউএস ওপেন জিতে সিনারের ইতিহাস  ইয়ানিক সিনার। ছবি: সংগৃহীত


ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। ফাইনালে ঘরের ছেলেকে সমর্থন দিতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার মার্কিনিরা। তবে সমর্থকদের হতাশ করেছেন টেলর। ইতালির ইয়ানিক সিনারের কাছে হারতে হয়েছে তাকে।

ফাইনালে টেলরকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেন নিজের করে নিয়েছেন সিনার। প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেন এককে শিরোপা জিতলেন তিনি। চলতি বছরে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার।

ইউএস ওপেন সিনার উৎসর্গ করেছেন তার অসুস্থ আত্মীয়কে। ফাইনাল শেষে তিনি বলেন, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তার সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

অন্যদিকে ঘরের মাঠে শিরোপা জিততে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টেলর। তিনি বলেন, ‘আমি জানি, আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এ বেলায় আমি সেটা পারলাম না।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স