ছেলেশিশু হয়ে ভূমিষ্ঠ হওয়াটা মা-বাবার কাছে কতটা আনন্দের বারতা।
তারপর কয়েকটা বছর পার হতে না হতে,
শৈশবে সবার শাসন নিয়মরীতিতে চলা, লেখাপড়া, খেলাধুলা।
আর কত কী?
তারপর যুবক নামের ফুলটা ফোটে সবার জন্য।
স্বপ্ন দেখে বড় হব নিজের একটা পরিচয় হবে, স্বাধীন হব।
কই স্বাধীনতা কই ভালোবাসার ছোঁয়া, কই মায়া-মমতা সবই তো নির্মল; ধরণির বুকে।
যুবক থেকে পুরুষে পরিণত মানে একসময় স্ত্রী-সন্তান ত্যাগ, কষ্ট, ভালোবাসা,
নিজেকে স্বাধীনতা নামের শব্দটি ভূলুণ্ঠিত করা।
আর কত কী?
আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে
পুরুষকে কখনো কাঁদতে দেখেছেন?
পুরুষ কাঁদে নীরব হাসির মধ্যে।
পুরুষ কাঁদে চলার পথে পরিবারের জন্য।
পুরুষ কাঁদে ভালোবাসি বলার মধ্যে।
পুরুষ কাঁদে সবার একটু ভালো থাকা দেখে।
পুরুষ কাঁদে জীবন স্বাধীনতার পতাকা ওড়াতে।
এইভাবে একদিন কাঁদতে কাঁদতে,
ধরণি থেকে বিদায় নেয় অন্যের ভালো থাকার জন্যে।