যদিও তুমি মুখ ফুটে বলোনি কোনো দিন
বুকের গভীরে জমা অব্যক্ত ভালোবাসার কথা।
শুধু মায়াবী ভঙ্গিতে চেয়ে ঘটাও ভালোবাসার বহিঃপ্রকাশ।
হৃদয় চক্ষু দিয়ে আমিও তা অনুভব করি,
কিন্তু বলার সক্ষমতা অর্জন করতে পারিনি।
কোনো এক অজানা আতঙ্ক ঘিরে ধরে চারদিকে।
তার মাঝেই আঁধারের প্রাচীর ভেঙে আলোর ফোয়ারার মতো উৎসরিত হয় একফালি ভালোবাসা।
আউলা মাথার কেশ ছড়িয়ে চলো যবে নূপুর পায়ে,
দোলায়মান তনুর ভঙ্গিমায় ভাসি আমি সুখের সমুদ্রে।
তোমার গোলাপি ওষ্ঠধরে স্ফুরিত হয় পূর্ণিমার আলোর ঝলকানি।
আমি নিজেকে হারাই তোমার মায়াবী যুগল আঁখির চাহনিতে।
তোমার বুকের গভীরে অব্যক্ত কথার পঙ্ক্তিমালায় আবিষ্কার করি প্রেয়সীর ভালোবাসা।