Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মণিপুরে ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা ও উদ্বেগ

মণিপুরে ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা ও উদ্বেগ ছবি সংগৃহীত
ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই মাস আগে মণিপুর রাজ্যের দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘাতকালে ওই দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং পরে নগ্ন করে ঘোরানো হয়। সেই ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। এ নিয়ে উত্তাল পুরো ভারতই।

গত সপ্তাহে যখন মণিপুরের এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সারা বিশ্বেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দুই মাসের বেশি সময় ধরে চলা সংঘাত নিয়ে চুপ থাকলেও ভিডিও প্রকাশের পর নীরবতা ভাঙতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংসদের বাইরে নরেন্দ্র মোদির ৩০ সেকেন্ডের দেওয়া ভাষণের পরে পুলিশ অ্যাকশনে যায়। মণিপুরে ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারতের মণিপুরের ঘটনা খুব ভয়াবহ ও পাশবিক। যুক্তরাষ্ট্র ওই নারীদের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র মণিপুরের ঘটনার শান্তিপূর্ণ সমাধান চায়। সব গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্র।

কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলা সংঘাতে ২১ বছর ও ৪২ বছর বয়সী দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও নগ্ন করে ঘোরানোর ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনায় থৈবাল শহরের বাসিন্দা হেইরুম হেরা দাস (৩২) গত বুধবার প্রথম গ্রেপ্তার হন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় মণিপুর পুলিশ জানায়, নংপোক সেকমাই থানার অধীনে অপহরণ এবং দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ যত দ্রুত সম্ভব অন্য অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

গ্রেপ্তারকৃত বাকি তিনজনের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স