পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। ২৪ জুলাই সোমবার এ পরোয়ানা জারি করা হয়। এ ব্যাপারে ইসলামাবাদের আইজিকেও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জিও নিউজের প্রতিবেদন বলছে, নির্বাচনী সংস্থাকে অবমাননা সংক্রান্ত এক মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসিপি। সোমবার ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটোরি পুলিশকে (আইসিটি) নিজ দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুনানিতে ইমরান খানের ক্রমাগত অনুপস্থিতিতে বিরক্ত হয়ে তাকে গ্রেপ্তার করে আগামীকাল (মঙ্গলবার) নির্বাচনী সংস্থার সামনে হাজির করতে বলা হয়েছে। বারবার তলব করা হলেও শুনানি এড়িয়ে যাচ্ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এদিকে ইসিপির এ পরোয়ানার কয়েক ঘণ্টা আগে ইমরান খানকে আইনজীবী আব্দুল রাজ্জাক হত্যা মামলা থেকে মুক্তি দেন পাকিস্তানের সুপ্রিম কোর্টে। সূত্র : জিও নিউজ
ঠিকানা/এনআই