পোড়া হৃদয়ের রক্তক্ষরণ দেখোনি!
উৎস না খুঁজে, নাক চেপে ধরা গন্ধে,
বুঝতে চাওনি এই চোখের ভাষা!
রেগে গেলে মুখের কথায়,
চলে গেলে ছেড়ে-চুরমার করে দিয়ে
বলে গেলে, ভালোবেসেছিলে!
শেখালে, কী অসাধারণ তোমার প্রেম।
বস্তায় ভরা সস্তা প্রেমের ঠুনকো সুবাসে
ধরে রাখতে চেয়েছিলে মুহিত ভ্রমর!
অপূর্ণর-অতৃপ্ত অভিমানে-
মুক্তি দিয়ে মন্দ করোনি অনুপমা;
যে যার পথে হেঁটে বেশ, ভালো থাকতে।