নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস কমিউনিটি অপ-এডে লিখেছেন, নিউইয়র্ক সিটির বাড়িভাড়া শূন্যতার হার ঐতিহাসিক সর্বনিম্ন পর্যায়ে মাত্র ১.৪ শতাংশ। নিউইয়র্কবাসীর অর্ধেক তাদের আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়া প্রদান করে। এক্ষেত্রে ব্রঙ্কস আরও আবাসনের জন্য ‘ইয়েস’ বলা এবং ভবিষ্যতের টিকিট কেনার মাধ্যমে চার্জের নেতৃত্ব দিচ্ছে!
আগস্ট মাসের শুরুতে সিটি কাউন্সিল আমাদের প্রশাসনের ব্রঙ্কস মেট্রো-নর্থ স্টেশন এরিয়া প্ল্যান অনুমোদন করেছে, যা যুগান্তকারী। এই পরিকল্পনার আওতায় প্রায় ৭ হাজার নতুন বাড়ি তৈরি করা হবে, যার মধ্যে স্থায়ীভাবে আয়-সীমাবদ্ধ সাশ্রয়ী মূল্যের আবাসন থাকবে এবং ১০ হাজার স্থায়ী চাকরি তৈরি হবে। পাশাপাশি ব্রঙ্কস ২০২৭ সাল নাগাদ ব্রঙ্কসে চারটি নতুন ব্র্যান্ডের মেট্রো-নর্থ ট্রেন স্টেশন স্থাপন করা হবে। এটি ইস্ট ব্রঙ্কসে বসবাসকারী কর্মজীবী মানুষ, পরিবার, অভিবাসী এবং তরুণদের জন্য যুগান্তকারী হবে।
ব্রঙ্কস মেট্রো-নর্থ এরিয়া প্ল্যানটি জনসাধারণের সুযোগ-সুবিধা ও অবকাঠামোতে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের সাথে এই নতুন বাড়ি ও চাকরি পরিপূরক হবে। পথচারীদের বর্ধিত নিরাপত্তা এবং নতুন সংস্কার করা পাবলিক পার্ক ও উন্মুক্ত স্থানগুলোতে পরিবহন অ্যাক্সেস থাকায় এই পরিকল্পনাটি আগামী কয়েক দশক ধরে ইস্ট ব্রঙ্কসের পাড়া/মহল্লাগুলোকে মৌলিকভাবে রূপান্তরিত করবে।
ব্রঙ্কস মেট্রো নর্থ স্টেশন প্ল্যান হলো বেশ কয়েকটি শক্তিশালী পরিকল্পনা প্রচেষ্টার মধ্যে একটি যা আমরা পাঁচটি বরোজুড়ে আরও আবাসন এবং চাকরি তৈরি করার প্রস্তাব করেছি। অবশিষ্ট পরিকল্পনা প্রচেষ্টা ও বিনিয়োগ - সেন্ট্রাল ব্রুকলিন, মিডটাউন সাউথ, স্টেটেন আইল্যান্ড নর্থ শোর, লং আইল্যান্ড সিটি এবং জ্যামাইকাসহ পাঁচটি বরোজুড়ে আগামী ১৫ বছরে প্রায় ৫০ হাজার হাউজিং ইউনিট সরবরাহ করবে।
কিন্তু আমরা সেখানে থেমে নেই।
আমাদের ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপারচুনিটি’ প্ল্যান পুরোনো জোনিং নিয়মকে সরিয়ে আগামী ১৫ বছরে ১ লাখ ৮ হাজারের বেশি নতুন বাড়ি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে। আমরা আমাদের বাড়ির পিছনের দিকের উঠোনে নতুন বাড়িকে ‘ইয়েস’, আমাদের ব্লকগুলোতে ‘ইয়েস’ এবং প্রতিটি মহল্লায় আরও কিছু আবাসনের জন্য ‘ইয়েস’ বলছি। আমরা রেকর্ড মাত্রায় সাশ্রয়ী মূল্যের আবাসনেও বিনিয়োগ করছি, বর্তমান ১০ বছরের পরিকল্পনায় ২৬ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হচ্ছে।
আমি জানি আবাসনের নিরাপত্তা ছাড়া বাঁচতে কেমন লাগে। গৃহহীনতার প্রান্তে বেড়ে ওঠা আমার ভাইবোন এবং আমাকে জামাকাপড় ভর্তি ট্র্যাশ ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয়েছিল। কারণ আমরা নিশ্চিত হতে পারিনি যে কিছু রাত কোথায় ঘুমাবো।
নিউইয়র্কবাসীরা যখন একটি সাশ্রয়ী মূল্যের বাড়ির চাবি পায় তখন কী হয় তাও আমি জানি। তারা যখন তাদের স্বপ্ন তৈরি করার জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ জায়গা পেয়েছে, তখন আমি তাদের হাসি ও স্বস্তি দেখেছি।
এই কারণে প্রথম দিন থেকেই এই প্রশাসন এই শহরটিকে সমস্ত নিউইয়র্কবাসীর জন্য আরও সাশ্রয়ী এবং আরও বাসযোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের তৈরি প্রতিটি সাশ্রয়ী মূল্যের বাড়ি মানে নিউইয়র্কের আরেকটি গল্প চলতে থাকে। আমাদের শহরের প্রতিটি নতুন বাড়ি মানে আরও চাকরি, কম ভাড়া, শক্তিশালী অর্থনীতি এবং নিউইয়র্কবাসীর জন্য একটি ভালো ভবিষ্যত।