Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শামীম ওসমান ও তার ছেলেসহ ১০০ জনের নামে হত্যার মামলা দায়ের

শামীম ওসমান ও তার ছেলেসহ ১০০ জনের নামে হত্যার মামলা দায়ের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

একই ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, কাউন্সিলর মতিউর রহমান মতি, মানিক মাষ্টার, হাজী ইয়াছিন, নুর উদ্দিন মিয়া, জজ মিয়া, নুর সালাম, নুরুল হক ও শাহ জালাল বাদলসহ ১০০ জনের নামে ও অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 

২৭ আগস্ট মঙ্গলবার রাত ১১টায় নিহত মো. ছায়েদুলের বড় বোন রেহানা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ১, ২ ও ৩নং আসামীর নির্দেশ ও হুকুমে উল্লেখিত অন্যান্য আসামীদের হাতে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি সাধারণ ছাত্র জনতাকে মারপিট করে আহত করে। একইভাবে আসামীগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে বাদীর ছোট ভাইয়ের বুকে গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে সানারপাড়া ইষ্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স