Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ফারাক্কা খুলে দেওয়ায় হুঁশিয়ারি দিয়ে যা বললেন চরমোনাই পীর

ফারাক্কা খুলে দেওয়ায় হুঁশিয়ারি দিয়ে যা বললেন চরমোনাই পীর ছবি : সংগৃহীত



 
ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। ২৬ আগস্ট (সোমবার) গেটগুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে।

এদিকে, ফারাক্কা বাঁধের কপাট খুলে দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, প্রতিবেশী দেশের এমন বেআইনি ও অমানবিক আচরণ বন্ধ না হলে জনগণ উপযুক্ত সময়ে কঠিন জবাব দেবে।

২৬ আগস্ট (সোমবার) বরিশাল নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে জেলা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহার হত। অঙ্গরাজ্য করার ষড়যন্ত্র ছাত্র-জনতা রক্ত দিয়ে রুখে দিয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। এরপরই প্রতিবেশী দেশটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাক্কা বাঁধের কপাটগুলো খুলে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘স্বৈরশাসক’ শেখ হাসিনার পতনের পর একটি স্বার্থন্বেসী মহল লুট ও দখলে মেতেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মন্দির ও সংখ্যালঘু পরিবারের বাড়ি পাহারা দিয়ে আদর্শের পরিচয় দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্র সংস্কার শেষে যথাযথ সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান রেজাউল করীম।

দলের জেলা সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে তৃণমূল দায়িত্বশীল সমাবেশে আরও বক্তৃতা করেন মাওলানা মুহাম্মদ লোকমান হোসেন জাফরী, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, এবিএম জাকারিয়া প্রমুখ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স