হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার খোয়াই, করাঙ্গী ও সোনাই নদীর পানি কমতে শুরু করেছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার পর এখন কমতে শুরু করেছে। বাসাবাড়ি থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। ফলে অনেকটা স্বস্তি আসতে শুরু করেছে হবিগঞ্জবাসীর মধ্যে।
শনিবার (২৪ আগস্ট) খোয়াই নদীর সব কটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে যাচ্ছে। এদিকে নদীর জালালাবাদ অংশে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার পর এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে।
তবে দুর্ভোগে রয়েছেন আশ্রয় নেওয়া লোকজন। তাদের ত্রাণ সহায়তা অপ্রতুল। অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে এলেও প্রশাসনের লোকজন তাদের খোঁজখবর নিচ্ছে না।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাঈন বলেন, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। নদীর পানি এখন বিপদমুক্ত রয়েছে। ভারত থেকে পানি না ছাড়লে আমাদের খোয়াই নদী শান্ত থাকে।
ঠিকানা/এনআই