Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

৪০ ফুট গভীর কুয়া থেকে আসছে শিশুর গলার আওয়াজ

৪০ ফুট গভীর কুয়া থেকে আসছে শিশুর গলার আওয়াজ ছবি সংগৃহীত
ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে ক্ষেতে গিয়েছিল শিবম। তিন বছর বয়সী সন্তানকে রেখে কাজ করছিলেন তার মা। কিন্তু খেলতে খেলতে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গেল শিশুটি। ২৩ জুলাই রোববার ভারতের বিহারে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি বিহারের নালন্দার। শিবমের মা প্রথমে বুঝতে পারেননি ছেলে কুয়ায় পড়ে গেছে। কিন্তু শিবমের বন্ধুদের চিৎকার শুনে তিনি ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ।

সংশ্লিষ্টরা জানান, গর্তের ভেতর শিশুটির যাতে অক্সিজেনের অভাব না হয়, সে জন্য কৃত্রিম উপায়ে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা প্রস্তুত করে রাখা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়েছি একটি শিশু কুয়ায় পড়ে গেছে। শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছি। সে এখনো বেঁচে আছে। আমরা তার গলার আওয়াজ পাচ্ছি।

স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েক বছর আগে এলাকার এক কৃষক ওই কুয়াটি খোঁড়েন। কিন্তু কাজ হয়ে যাওয়ার পর তা মাটি দিয়ে ভরাট করেননি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স