Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আমি বেঁচে নেই মা

আমি বেঁচে নেই মা
আমি বেঁচে নেই মা
তুমি স্বপ্ন দেখেছিলে,
আমি ভালো ডাক্তার হব।

ওরা তোমার মেয়েকে কেড়ে নিয়েছে,
যন্ত্রণার অগ্নিগর্ভে!
মা তুমি বলতে পারো,
‘নারী’ মানে কী এই সমাজের বুকে?
এই সভ্যতা শুধু জানে,
উন্মত্তের অন্ধকারে কত ‘রক্তখাদক’ এখনো ঘুরছে!
তবু সমাজ কেন নীরব!
এ লজ্জা শুধু আমার নয়,
তোমার আমার সকলের!

কবে ওরা সুরক্ষিত হবে?
এখনো রাস্তায় চললে,
পেছনে কুকুরগুলো ঘেউ ঘেউ করে!
ক্ষমতা আজ হাসছে-
আইনও হয়ে গেছে নীরব!
যেখানে হিংস্র রক্তপিপাসু অর্থের অহংকারে,
এখনো সমাজের বুকে ঘুরছে আনাচে-কানাচে!

আমি নারী,
গর্জে উঠতে পারি।
আমি প্রলয় তাণ্ডবী
আমি দুর্গারূপী নারী!

এসো আমার প্রতিবাদের সব অহংকার,
আজ ওদের তুমি বুঝিয়ে দাও
‘নারী’ মানে কী?
ওদের ওই রক্তমাখা জিভটা টেনে ছিঁড়ে আনো-
বুকফাটা মায়ের সামনে!

আজ প্রতিবাদ হোক
গ্রাম থেকে শহরের অলিতে-গলিতে।
আজ জাগরণের পালা,
যে স্বাধীনতায় নারী হয় বারবার লুণ্ঠিত!
হোক তীব্র প্রতিবাদ,
চেয়ে নাও নারীর অধিকার।

এখনো কত মায়ের অশ্রুর দাম,
বন্দী আছে অন্ধ ঘরে!
হোক তীব্র প্রতিবাদ
গ্রাম থেকে শহরের রাজপথে!
 

কমেন্ট বক্স