গাজার স্কুলে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। ২০ আগস্ট (মঙ্গলবার) সকালে গাজার মুস্তাফা হাফেজ স্কুলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।
একজন মুখপাত্র জানিয়েছেন, ‘স্কুলটির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা।’
এদিকে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা স্কুলের ভিতরে হামাস কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে পদক্ষেপ নেয়া হয়েছিল বলেও জানায় তারা।
এর আগে,সেনারা খান ইউনিস এলাকা থেকে ছয় ইসরাইলি জিম্মির মৃতদেহ উদ্ধার করার ঘোষণা দিয়েছিল।
গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর হামাস ২৫১ জনকে জিম্মি করে গাজায় আনে। এই ছয়জনও ছিলেন তাদের মধ্যে। ওই হামলায় প্রায় ১২শ ইসরাইলি নিহত হয়েছিলেন।
ঠিকানা/এএস



ঠিকানা অনলাইন


