Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

গাজায় যুদ্ধবিরতির নিয়ে কায়রোতে সিসি ও ব্লিঙ্কেনের মধ্যে বৈঠক

গাজায় যুদ্ধবিরতির নিয়ে কায়রোতে সিসি ও ব্লিঙ্কেনের মধ্যে বৈঠক
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে মিশরের কায়রোতে দেশটির প্রসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ২০ আগস্ট (মঙ্গলবার) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ফাত্তাহ আল সিসি গাজা যুদ্ধ আঞ্চলিক পরিসরে ছড়িয়ে পড়লে তার ভয়াবহতা কী হতে পারে তার চিত্র তুল ধরেন। এছাড়া তিনি আরও বলেন, গাজা যুদ্ধ বন্ধের মাধ্যমে অবশ্যই দ্বি-রাষ্ট্রের সমাধান থাকতে হবে এবং ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। কারণ এটি ফিলিস্তিনি অন্যতম দাবি। 

অন্যদিকে ব্লিঙ্কেন গত সপ্তাহে উত্থাপিত যুদ্ধবিরতির পরিকল্পনা এবং জিম্মিদের মুক্তির বিষয়ে জোর দেন। তবে তিনি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে অমিমাংসিত রেখেছেন।  

এদিকে গতকাল সোমবার তেল আবিব সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ছাড়া তিনি ইসরায়েলি অন্যান্য শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করেন। গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্ভবত গাজায় একটি যুদ্ধবিরতির জন্য চুক্তির লক্ষ্যে এই প্রচেষ্টাই সর্বশেষ সুযোগ। 

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তাই তিনি হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন, গোষ্ঠীটিও যেন এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স