Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

টয়লেটে যেতে না দেওয়ায় মাঝ আকাশে বিমানের মেঝেতে প্রস্রাব করলেন নারী!

টয়লেটে যেতে না দেওয়ায় মাঝ আকাশে বিমানের মেঝেতে প্রস্রাব করলেন নারী! প্রতীকী ছবি
সাম্প্রতিক সময়ে উড়ন্ত বিমানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয় সামনে এসেছে। কোনো যাত্রী তারই সহযাত্রীর ওপর প্রস্রাব করে দিচ্ছেন তো আবার কোনো যাত্রী পাশের সহযাত্রীর গায়ে বিছা ছেড়ে দিচ্ছেন। তবে এবার একটু ভিন্ন ঘটনা ঘটেছে। এক নারী দাবি করেছেন, তাকে টয়লেটে না যেতে দিয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করতে বাধ্য করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অপ্রীতিকর এই ঘটনাটি ঘটেছে ২০ জুলাই। ওই নারীর অভিযোগ, বিমানটিতে থাকা যাত্রীসেবায় নিয়োজিত কর্মচারীরা তাকে দীর্ঘ কয়েক ঘণ্টা সময় টয়লেট ব্যবহার করতে যেতে দেননি এবং তাকে বাধ্য করা হয়েছে বিমানের মেঝেই প্রস্রাব করতে।

গত ২০ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ওই নারী দাবি করেন, বিমানের কর্মচারীরা তাকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে টয়লেটে যেতে বাধা দিয়েছেন। কিন্তু এরপর তিনি কোনোভাবেই তার প্রস্রাবের বেগ আটকে রাখতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করেন। আফ্রিকান বংশোদ্ভূত ওই নারী দাবি করেন, পুরো ঘটনাটি বিমানটির এক ক্রু রেকর্ডও করেছেন।

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘গত ২০ জুলাই স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন আফ্রিকান-আমেরিকান বিমানের মেঝেতে প্রস্রাব করেন। তিনি বিমানের টয়লেট খোলা পর্যন্ত অপেক্ষা করতে চাননি। এদিকে তার প্রস্রাব থেকে বাজে দুর্গন্ধ ছড়ানোয় ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাকে বেশি করে পানি পান করতে বলেন।’

ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বিমানের মেঝেতে প্রস্রাব করছেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে তর্ক করছেন। এ বিষয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স