Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই ছেলেসহ এক দম্পতির প্রাণ গেছে। ১৯ আগস্ট (সোমবার) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন-৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স