তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তানবুলে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে বৈঠক করেছেন। গত ২২ জুলাই এ বৈঠকে দ্বিপক্ষীয় ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, শুক্রবার দুদিনের সফরে তুরস্কে পৌঁছলে তেবোউনকে স্বাগত জানান এরদোগান। এর পর শনিবার ইস্তানবুলের ডলমাবাহচে প্রাসাদে দুই নেতার মধ্যে বৈঠক হয়।
খবরে বলা হয়েছে, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে তুরস্ক এবং আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এরদোগান ও তেবোউন। দুই নেতার বৈঠকের পর উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হয়। এর পর তুর্কি নেতা অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।
প্রসঙ্গত, তুরস্ক ও আলজেরিয়ার অভিন্ন ইতিহাসের পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বন্ধনও বেশ অটুট। বিগত বছরগুলোতে দুই মুসলিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গতি পেয়েছে। ২০০৬ সালে বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও আলজেরিয়া।
ঠিকানা/এম