Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন না মাসরুর রিয়াজ

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন না মাসরুর রিয়াজ
শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হচ্ছেন না  ড. এম মাসরুর রিয়াজ। ১৭ আগস্ট (শনিবার) মাসরুর নিজেই সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ আগস্ট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম গত ১১ আগস্ট রাতে পদত্যাগপত্র দেওয়ার পর পদটি শূন্য হয়। 

এরপর মাসরুর রিয়াজকে ওই পদে নিয়োগ দেওয়া নিয়ে বিতর্ক উঠে। অসন্তোষ দেখা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির কর্মকর্তাদের মধ্যে। এক পর্যায়ে আজ শনিবার নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছেন মাশরুর রিয়াজ। 

বিবৃতিতে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে মাসরুর রিয়াজ অপারগতা প্রকাশ করে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমাকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ সুযোগ তৈরি করে দেয়। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কারণ, দেশের স্বার্থ সবকিছুর উপরে।’ 

তিনি বলেন,‌ ‘তবে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি, আমার বর্তমান অবস্থান থেকে দেশের ও অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারবো। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল ও সংলাপের মাধ্যমে দেশের কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

মাসরুর রিয়াজ আরও বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র মেরামতের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স