Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জেএমসি’র জামিয়া কুরআনিয়া একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

জেএমসি’র জামিয়া কুরআনিয়া একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নিউইয়র্ক : গ্র্যাজুয়েশনকারী হাফেজদের সাথে জেএসমির কর্মকর্তাবৃন্দ।
জেএমসি’র জামিয়া কুরআনিয়া একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ১০ আগস্ট শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি পর্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রথম পর্বের পরিচালনা করেন জেএমসির পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ বিভাগের ছাত্র নাজমুস সাকিব। স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান তুহিন। দ্বিতীয় পর্ব পরিচালনা করেন জেএমসি হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফিজ আবু সুফিয়ান। কুরআন মুখস্ত করা নিয়ে তার অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেন হাফেজ শফি চৌধুরী। অনুষ্ঠানে জেএমসি পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, স্টুডেন্ট, তাদের অভিভাবকবৃন্দসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জেএমসি হাফিজি মাদ্রাসা থেকে এ পর্যন্ত ১০৯ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন্ন করেছেন। 
পুরস্কার প্রদান করেন জিএমসির সাবেক সহ-সভাপতি নুরুল হক, জেএমসির ইসি সদস্য জুলকার হায়দার। বক্তা হিসাবে ছিলেন জেএমসির পরিচালক ইমাম শামসী আলী। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন ফখরুল ইসলাম দেলোয়ার ও বাবুল মজুমদার। 
একাডেমিক ক্লাস পরীক্ষার জন্য পুরস্কার দেয়া হয় বিভিন্ন গ্রেডের ছাত্র-ছাত্রীদের মাঝে। জেএমসির সাবেক সহ-সভাপতি জামিল চৌধুরী, অধ্যাপক নাজমুল আহসান, বরকত চৌধুরী পুরস্কার তুলে দেন। যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন- ৪র্থ গ্রেড রাইয়ান মিনা ১ম স্থান, সমীর মারুফ ২য় স্থান, জায়েদ আলম ৩য় স্থানের জন্য পুরস্কার লাভ করে। ৫ম গ্রেড পুরস্কার পান মুহাম্মদ ইব্রাহিম ১ম স্থান, আবু বকর ২য় স্থান, রায়ান কাজী ৩য় স্থান। ৬ষ্ঠ গ্রেড এর পুরস্কার পান আবদুর রহমান ১ম স্থান, ইহসান খন্দকার ২য় স্থান, জাবির উদ্দিন ৩য় স্থান লাভ করেন। ৭ম গ্রেড এ পুরস্কার পান মোহাম্মদ সুলতান ১ম স্থান, মোহাম্মদ উসমান ২য় স্থান, ইয়াসিন উদ্দিন ৩য় স্থান লাভ করেন। ৮ম গ্রেডে পুরস্কার পান দাইয়ান ইসলাম ১ম স্থান, ইলিয়াস খান ২য় স্থান, ইলহুম রহমান ৩য় স্থান। 
অনুষ্ঠানে স্নাতক ছাত্র হাফিজ সৈয়দ আকিফ ইসফারের কুরআনের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা করেন। হাফিজি ক্লাস পরীক্ষার জন্য পুরস্কার লাভ করেছেন বেশ কয়েকজন। হাফিজ মামুনুর রশীদ, হাফিজ জাহিদুল ইসলাম, মুফতি উমার খান, জেএমসির শিক্ষক এবং সাবেক বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য হাজী শামসুল ইসলাম এই পুরস্কার প্রদান করেন। 
আরো পুরস্কার দেয়া হয় হিফজ ক্লাসে। হিফজ ক্লাস এ তে পুরস্কার পান ইলিয়াস খান, সৈয়দ আকিফ ইসফার, হাইয়ান ইসলাম, ক্লাস বিতে পুরস্কার পান রাহিল ভূইয়া, আবু বকর, আব্দুর রহমান, ক্লাস সি এর পুরস্কার পান আহনাফ হক, জিয়াদ আলম, মোহাম্মদ ইব্রাহিম, ক্লাস ডি তে পুরস্কার পান রাইয়ান মিনা, রাইয়ান কাজী ও সমীর মারুফ। নাজরাহ ক্লাসে পুরস্কার পান মুয়াজ আহমেদ। শওকত হোসেন এবং সাফওয়ান সরোওয়ার্দী।
অতিথি বক্তা ছিলেন শেখ আকিবুজ্জামান চৌধুরী। স্নাতক ছাত্রদের সার্টিফিকেট প্রদান করেন জেএমসির সভাপতি ডা. মাহমুদুর রহমান তুহিন, জেএমসির সাবেক সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি খাজা মিজান হাসান, আল মামুর স্কুলের চেয়ারম্যান ডা. মুহসিন পাটোয়ারী, জেএমসির ভাইস চেয়ারম্যান ডা. হুমায়ূন আহমেদ, জেএমসির কোষাধ্যক্ষ সৈয়দ এম রহমান লাবু, সহ-সভাপতি এনামুল হক।
যারা গ্র্যাজুয়েশন লাভ করেছেন তারা হলেন-(হাফিজ মোহাম্মদ উসমান (২) হাফিজ দাইয়ান ইসলাম (৩) হাফিজ ইলিয়াস খান, (৪) হাফিজ সাবিক হোসেন(৫) হাফিজ সৈয়দ আকিফ (৬) হাফিজ সাফির মারুফ, (৭) হাফিজ শফি চৌধুরী। 
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ডা. হুমায়ূন আহমেদ উপস্থিতদের ধন্যবাদ জ্ঞাপন করেন। দোয়া পরিচালনা করেন জেএমসি হাফেজি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুজাহিদুল ইসলাম। 
জেএমসি হাফিজি মাদ্রাসা থেকে এ পর্যন্ত ১০৯ জন শিক্ষার্থী স্নাতক হয়েছে।

কমেন্ট বক্স