Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বিমানের এমডিকে ওএসডি

প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বিমানের এমডিকে ওএসডি মোহাম্মদ সালাহ উদ্দিন ও মো. জাহিদুল ইসলাম ভূঞা (ডানে)



 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৭ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া গতকাল বুধবার ১১ জন সচিবের চুক্তি বাতিল করে সরকার। তার আগে বর্তমান অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, চুক্তিভিত্তিতে নিয়োজিত সব কর্মকর্তার চুক্তি বাতিল করা হবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স