Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভারত অধিনায়ককে নিয়ে বিস্ফোরক অভিযোগ জ্যোতির

ভারত অধিনায়ককে নিয়ে বিস্ফোরক অভিযোগ জ্যোতির ছবি সংগৃহীত
নিজের আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আম্পায়ারকে চোখ রাঙানি, ব্যাট দিয়ে স্টাম্প ভাঙা কিংবা আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনার পরও ক্ষান্ত হননি ভারত অধিনায়ক হারমনপ্রীত কর। বাংলাদেশ দলের সঙ্গে ট্রফি ভাগাভাগি করার সময় এমন সব মন্তব্য করেন, যার কারণে দল নিয়ে সরে যেতে বাধ্য হন নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারমনপ্রীতকে নিয়ে এমনই অভিযোগ করেন টাইগ্রেস অধিনায়ক।

মিরপুরে শনিবার (২২ জুলাই) এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের নিশ্চিত জয় রুখে দিয়েছেন টাইগ্রেস বোলাররা। ২২৬ রান তাড়ায় শেষ ১৯ বলে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল ৪ উইকেট। এমন পরিস্থিতিতে রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তারের অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ভারত থামে ২২৫ রানেই। জয়বঞ্চিত হয় ভারত। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচ ভারত। শেষ ম্যাচে কোনো ফল না আসায় তাই সিরিজ শেষ হয় সমতায়।

তবে এ ম্যাচ আলোচনায় আছে অন্য আরেকটি কারণে। ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। ৩ ‍উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ তখন ১৬০ রান। ক্রিজে ছিলেন ভারত অধিনায়ক হারমনপ্রীত। নাহিদা আক্তারের একটি বল সুইপ করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল তার প্যাডে লাগে, সেখান থেকে যায় স্লিপের ফিল্ডার ফাহিমা খাতুনের হাতে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার তানভীর আহমেদ।

টেলিভিশন রিপ্লে দেখে অবশ্য বোঝা যায়নি বল হারমনপ্রীতের ব্যাটে বা গ্লাভসে লেগেছিল কি না। তবে রিপ্লেতে এটা স্পষ্ট বল তার ব্যাটে লাগলেও আউট। কারণ স্লিপে ক্যাচ ধরা হয়েছিল। আর প্যাডে লাগলেও নিশ্চিত এলবিডব্লিউ। কারণ বল মিডল স্টাম্প বরাবর গিয়ে তার বুট স্পর্শ করেছে। কিন্তু আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হারমনপ্রীত। অগ্নিদৃষ্টিতে আম্পায়ারের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন তিনি। এরপর ক্ষোভ প্রকাশ করেন ব্যাট দিয়ে স্টাম্প উড়িয়ে দিয়ে। আম্পায়ারকে শাসাতে শাসাতে ছাড়েন মাঠ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘আমার মনে হয় এ খেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এমনকি ক্রিকেটের বাইরে গিয়ে যে ধরনের আম্পায়ারিং ছিল, সেটা আমাদের বিস্মিত করেছে। পরবর্তীতে যখন আমরা বাংলাদেশে আসব, তখন এ ধরনের আম্পায়ারিংয়ের বিরুদ্ধে  নিজেদের প্রস্তুত করে আসব।’

এখানেই ক্ষান্ত হননি হারমনপ্রীত। সিরিজ সমতায় শেষ হওয়ায় দুই দল যখন পাশাপাশি দাঁড়িয়ে ট্রফি নিয়ে ফটোসেশন করছিল, তখনো বাজে সব মন্তব্য করে গেছেন। ভারত অধিনায়ক ঠিক কী বলেছেন সেটা উল্লেখ না করলেও জ্যোতি অভিযোগ করেছেন, তার কথাগুলো এমন ছিল যে সেখান থেকে দল নিয়ে তিনি সরে আসতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘ও এমন কিছু শব্দ বলেছে, যা আমি বলতে পারছি না। এটা তো জেন্টলম্যান গেম, ওখানকার পরিবেশ এমন ছিল, তাই দল নিয়ে সরে আসছি।’

ম্যাচ রেফারির কাছে এ ঘটনা নিয়ে অভিযোগ করবেন কি না, এমন প্রশ্নে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘এটা ম্যাচের বাইরের ঘটনা, তাই এ নিয়ে আর অভিযোগ দিচ্ছি না। ম্যাচে যা হয়েছে তা দেখে আম্পায়াররা সিদ্ধান্ত তো নেবেনই।’

নির্দিষ্ট করে না বললেও জ্যোতির কথায় স্পষ্ট, শুধু আম্পায়ার নয়, বাংলাদেশকে নিয়েও মন্তব্য করেছেন হারমনপ্রীত। যার কারণে সেখান থেকে সরে গিয়েছিলেন জ্যোতিরা। যদিও ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা সংবাদ সম্মেলনে এসে সেটা অস্বীকার করেছেন।

সংবাদিকদের প্রশ্নের জবাবে স্মৃতি বলেন, ‘এটা আম্পায়ারদের প্রতি বলেছে, প্রতিপক্ষকে না...আমার মনে হয় না বাংলাদেশের অধিনায়ককে সে (হারমনপ্রীত) এমন কিছু বলেছে। পোস্ট ম্যাচে আমি যতটা শুনেছি, সে বাংলাদেশকে নিয়ে কিছু বলেনি।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স