অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে শনিবার (১০ আগস্ট) মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। সেলেসাওদের ১-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ের ফলে নিজেদের ইতিহাসের পঞ্চম অলিম্পিক সোনা জিতল যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, তার তিনটিই এসেছে তিন অলিম্পিকের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে।
ব্রাজিল এর আগে দুবার ফাইনাল খেলেছে অলিম্পিকের মঞ্চে। তবে ২০০৪ এথেন্স কিংবা ২০০৮ বেইজিং অলিম্পিকের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হারতে হয়েছিল তাদের। ১৬ বছর পর ফাইনালে উঠে সেই যুক্তরাষ্ট্রকেই পেয়েছিল দলটা।
তবে দলের ভাগ্যটা আর বদলায়নি। অলিম্পিকের ফাইনালে দলটা হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। প্রথমার্ধে যুক্তরাষ্ট্রকে আটকে রেখেছিল ব্রাজিল। শুরুর ৪৫ মিনিটে গোল পায়নি কোনো দলই। যুক্তরাষ্ট্রকেও তেমন গোলের সুযোগ তৈরি করতে দেয়নি ব্রাজিল।
তার ধারাবাহিকতাটা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারল না ব্রাজিল। ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় যুক্তরাষ্ট্র। গোলটা করেন ম্যালোরি সোয়ানসন।
যার ফলে ব্রাজিলকে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এ নিয়ে অলিম্পিক ফুটবল থেকে তৃতীয় রুপা জিতল দলটা। ওদিকে নিজেদের ইতিহাসের পঞ্চম সোনা জিতে পার্ক দেস প্রিন্সে উল্লাসে মাতে যুক্তরাষ্ট্র।
ঠিকানা/এনআই