Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নিরাপত্তা শঙ্কায় মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ

নিরাপত্তা শঙ্কায় মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ ছবি সংগৃহীত
ভারতের ধর্মশালায় এক অদ্ভুত সন্ধ্যা দেখা গেল। মাঠে ছিল প্রিয় ক্রিকেট, গ্যালারিতে উত্তেজনায় থরথর দর্শক। হঠাৎই সব থেমে গেল—লাইট নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন স্তব্ধ হয়ে গেল পুরো স্টেডিয়াম। এরপর জানা গেল, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের পাঞ্জাব ও দিল্লির মধ্যকার ম্যাচ।

আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। কিন্তু প্রথম ইনিংসের ১০.১ ওভারের মাথায় হঠাৎ করেই খেলা থেমে যায়। মাঠের একটি ফ্লাডলাইট টাওয়ার নিভে যায় এবং এর পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে HPCA স্টেডিয়ামের একটি আলো টাওয়ার কাজ করা বন্ধ করে দেয়। আমরা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য দুঃখিত।’

তবে কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এর পেছনে ছিল আরও বড় একটি কারণ—সীমান্ত পরিস্থিতির দ্রুত অবনতি।

মাঝপথে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ধীরে ধীরে দর্শকদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। স্টেডিয়ামে উপস্থিত পুলিশ ও অপারেশন টিম শান্তভাবে দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ করতে অনুরোধ করে।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ‘কোনো হুড়োহুড়ি বা আতঙ্ক ছিল না। পুলিশ এসে অনুরোধ করেছিল ধীরে ধীরে বেরিয়ে যেতে। সবাই শান্তভাবে মাঠ ছেড়েছে।’

পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রথমে খেলোয়াড়দের পরিবারকে নিরাপদে হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়।

ধর্মশালা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে জম্মু অঞ্চলে সামরিক উত্তেজনা নিয়ে দিনভর খবর আসছিল। এরই মাঝে ধর্মশালায় লাইট ব্যর্থতা ও সতর্ক পরিবেশে ম্যাচটি বন্ধ করা হয়। যদিও শহরে বিদ্যুৎ বিভ্রাটের কোনো খবর পাওয়া যায়নি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স