পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আমাদের সৌভাগ্য সরকার আমাদের বাড়িতে এসেছেন। তিনি অভিযোগ করেন, তার পরিবারকে জোর করে গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল।
শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের বাড়িতে আসেন। এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা একটা সাধারণ পরিবার। আমাদের বাড়িতে সরকার আসছে, এ জন্য ভালো লাগছে। কিন্তু ভাই হারানোর শোক আমরা ভুলতে পারি না।’
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদেরকে জোর করে গণভবনে নিয়ে গেছে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় লোকজন এসে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে রাজি করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘উনি তখন সরকার ছিলেন, যদি আমাদের কোনো সমস্যা করেন, তাই আমরা গেছিলাম। অনেকে বলেছে তোমরা যদি না যাও, তাহলে কোনো একটা মামলার মধ্যে ফেলে তোমাদেরকে অপমান-হয়রানি করবে।’
আবু সাঈদের হত্যার বিচার হবে আশা করে তিনি বলেন, ‘সরকারপ্রধান বলেছে ভাই হত্যার বিচার করবে। শুধু আমার ভাইয়ের বিচার হবে, এমন নয়। আমার এক ভাই হারায় নাই, হাজারো ভাই আমার হারিয়েছি। আমি সকলের বিচারের দাবি করেছি।’
ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘মানুষ যেন বিনা মূল্যে ওষুধ পায় এ জন্য ছেলের নামে সরকারি হাসপাতাল চাইছি। একটা মসজিদ করার দাবি জানাইছি। রাস্তা, কলেজের নামকরণ করতে বলছি। মাদ্রাসা যেন হয়। আর ছেলের হত্যার বিচার চাইছি। উনি কথা দিছে সব করবে। শুধু আজ নয়, সব সময় আমাদের পাশে থাকবে। উনি অনেক ভালো মানুষ।’
ছোট বোন সুমি আক্তার বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের ফাঁসিতে ঝোলানোর কথা বলেছি। আমার ভাইয়ের বিচার যেন হয়। আমার ভাইয়ের রক্ত বৃথা যায় নাই। তাই আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। আমার ভাইয়ের মতো যারা আন্দোলনে মারা গেছে, তারা যেন ন্যায্য বিচার পায়। আমার ভাইকে যেন শহীদ মর্যাদা দেওয়া হয়।’
সুমি আক্তার আরও বলেন, ‘স্যার আমাদের সব কথা শুনে বলেছেন আমি আজকে আসলাম দেখা করে গেলাম, একেবারে চলে গেলাম না। কথা দিলাম, আপনাদের পাশে থাকব, আবু সাঈদকে মনে রাখব। দোয়া করবেন আবু সাঈদের মতো দেশ গড়ার যেন তৌফিক আল্লাহ আমাকে দেন।’
ঠিকানা/এনআই