Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে

চট্টগ্রাম কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাইল ছবি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

৯ আগস্ট (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ধর্ষ বন্দিরা সেলে থাকে, সেখানে কোনো সমস্যা হয়নি। সাধারণ ওয়ার্ডের বন্দিরা বিক্ষোভ করেছিল। তারা কারাগারের প্রধান ফটক ভেঙে পালানোর চেষ্টা করে। কারাগারের আশপাশে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীপাড়ে কারাগারে বিক্ষোভ করেন বন্দিরা। ওই সময় বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক কারারক্ষী বলেন, জুমার নামাজের পর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন বন্দিরা। এক পর্যায়ে কারা ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা। কারারক্ষীরা বিদ্রোহ দমনের চেষ্টা করেন। খবর পেয়ে সেনা সদস্যরা আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়েন তারা।

তিনি আরও জানান, গত কয়েক দিনে হাজারখানেক রাজনৈতিক নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন কারাগারে তেমন রাজনৈতিক নেতাকর্মী নেই বললেই চলে। কারাগারে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছেন। তারা মুক্তির জন্য বিক্ষোভ করেছিল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স