Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নিউইয়র্ক মাতালেন অপু বিশ্বাস

নিউইয়র্ক মাতালেন অপু বিশ্বাস
প্রথমবার যুক্তরাষ্ট্রে এসেই সবার মন জয় করে নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। জমকালো এক অনুষ্ঠানে হাজির হয়ে মাতালেন নিউইয়র্ক। অপুর কোকিলকণ্ঠী স্বরে আশ্চর্যসুন্দর কথাবার্তা, ভুবনভোলানো হাসি, অপরূপ চাহনি, বিনয়ী স্বভাব, মনোমুগ্ধকর বাচনভঙ্গি আর শরীরী ভাষার অত্যাশ্চর্য জাদুর পরশে প্রবাসী বাংলাদেশিরা কেবল মুগ্ধই নন, বিস্মিতও। এত দিন যাকে রুপালি পর্দায় দেখে অভ্যস্ত, সেই প্রিয় নায়িকাকে কাছে পেয়ে আনন্দে মাতোয়ারা হন ভক্ত-দর্শকেরা। নায়িকাও অকৃত্রিম আন্তরিকতায় সহাস্য বদনে মুহূর্তেই সবাইকে আপন করে নেন। অপু বিশ্বাসের পাশাপাশি একঝাঁক নায়ক-নায়িকার বর্ণিল উপস্থিতির এই অনুষ্ঠান শেষে নয়নের সুখ আর মনের তৃপ্তি নিয়ে প্রবাসীরা নিজ নিজ নীড়ে ফেরেন।
চলচ্চিত্রাঙ্গনে এ মুহূর্তে বেশ আলোচিত ও আলোড়িত নাম অপু-শাকিব। তাদের বিয়ে-সংসার-সন্তান নিয়ে সর্বত্রই চর্চা হয়। তাদের সর্বশেষ অবস্থা জানতে সবাই উদ্্গ্রীব। কিন্তু দুজনের কেউই স্পষ্ট করে কিছু বলেন না, আর এতেই বেড়েছে তাদের বিষয়ে সবার জানার কৌতূহল।

নিউইয়র্ক : অভিনেত্রী অপু বিশ্বাসের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন ঠিকানার সম্পাদকমণ্ডীর সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন। পাশে উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ ও আয়োজক আলমগীর হোসেন...

গত ১৬ জুলাই সন্ধ্যা আটটায় ওয়ার্ল্ড’স ফেয়ার মেরিনার ব্যাঙ্কুয়েট হলে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি নাইট উইথ অপু বিশ্বাস’ শিরোনামে এক জমকালো অনুষ্ঠানের। এ সময় জনপ্রিয় অভিনেত্রী নওশিনের আকর্ষণীয় উপস্থাপনায় বিভিন্ন প্রশ্নের সাবলীল জবাব দিয়ে উপস্থিত সবাইকে কথার জালে বিমোহিত করেন অপু বিশ্বাস।
অবলীলায় জানান তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। স্পষ্ট ভাষায় জানান শাকিব-জয়কে নিয়ে তার ভাবনা। বলেন, এই প্রথম আমি আমেরিকায় এসেছি। আগে আসার ইচ্ছে থাকলেও নানা কারণে আসা সম্ভব হয়নি। এখানে এসে নিজেকে কখনোই একাকী মনে হয়নি। চারপাশেই চেনাজানা মানুষের ভিড়, যেন বিদেশ-বিভুঁইয়ে নয়, নিজের দেশেই আছি। দেশে থাকতে অনেকের সঙ্গেই কাজ করেছি, কিংবা কাজের সূত্রে তারা পূর্বপরিচিত।
অপু বলেন, শাকিব খান এখন বাংলাদেশি চলচ্চিত্রের একটি ব্র্যান্ড নাম। শাকিব খান মানেই ভাইরাল। তার প্রতিটি কাজই তাই ভাইরাল। নিউইয়র্কে আসেনি বাংলাদেশের এমন কোনো আর্টিস্ট নেই, তারা এলে হয়তো ভাইরাল হন না, কিন্তু শাকিব ঘুরতে এলেও ভাইরাল হন। আর এটাই হচ্ছে বাস্তবতা।
সমালোচনা তাকে নিয়েই হয়, যাকে নিয়ে সে সামনে এগিয়ে যেতে পারবে। যেমন শাকিব খান। এ নামটির সাথে আপনি যেকোনো কথা জড়িয়ে দেবেন, আমি শিওর, আপনারা ভাইরাল হবেনই হবেন। এবং সেই স্ট্র্যাটেজি আমাদের আর্টিস্টদের মধ্যেও কোনো না কোনোভাবে ঢুকে গেছে।
অপু বিশ্বাস আরও বলেন, আমার ভাইরাল হওয়ার কিছু নেই, কারণ আমি নিজেই মানুষকে ভাইরাল করি। আমি দেশে সাতশ সিনেমা হল থাকাকালীন এ জগতে এসেছি। পরবর্তী সময়ে আমি যখন আমার সন্তানের জন্য একেবারেই কাজ বন্ধ করে দিয়েছি, আমার ফিজিক্যাল ফিটনেস বাচ্চা হওয়ার পর খুবই বাজে হয়ে গিয়েছিল, যে কারণে আমার চিত্রনায়িকা হিসেবে পর্দায় আসার সুযোগ ছিল না। তখন সারা দেশে সিনেমা হল নেমে দাঁড়ায় ৫০টিতে। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমাদের দেশে ২০০ সিনেমা হল এবং তা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এখন দেশে ভালো মানের সিনেমা নির্মিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে গুণী ব্যক্তিরা এ শিল্পে আবারও ফিরে আসছেন। আশা করছি, আগামী দিনগুলোতে আমাদের চলচ্চিত্র আবারও স্বর্ণযুগে প্রবেশ করবে।
অপু বিশ্বাস সম্প্রতি রাষ্ট্রীয় অনুদানে তার নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, সবার অনুপ্রেরণা পেলে আগামীতে আরও ভালো ভালো চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণের ইচ্ছা তার রয়েছে।

নিউইয়র্ক : অভিনেত্রী অপু বিশ্বাসের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন মোহাম্মদ এ আজাদ।

উল্লেখ্য, জয়া এন্টারটেইনমেন্টের সিইও ও প্রেসিডেন্ট আলমগীর হোসেন ‘সেলিব্রেটি নাইট উইথ অপু বিশ্বাস’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করেন। সম্পূর্ণ পারিবারিক আবহে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বদরুদ্দোজা সাগর, নূর  এম মুয়ীদ, ওয়াহিদ আজাদ, আবিদুর রহমান। এ ছাড়া স্পন্সরে ছিলেন বিশিষ্ট রিয়েলেটর ইনভেস্টর নূরুল আমিন ও আশা হোম কেয়ারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ ও প্রবাসের বিশিষ্ট সংগীতশিল্পী রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নি, ওয়াহিদ আজাদ ও রুখসানা মির্জা।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অপু বিশ্বাস ও উদ্যোক্তা আলমগীর হোসেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে আলমগীর হোসেনই প্রথম লিঙ্কন সেন্টারে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সংগীতানুষ্ঠানের সফল আয়োজন করে প্রশংসিত হন।

কমেন্ট বক্স