Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

কর্মস্থলে ফিরতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান: পুলিশ সদর দপ্তর

কর্মস্থলে ফিরতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান: পুলিশ সদর দপ্তর
পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ ৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।

৭ আগস্ট (বুধবার) পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাঁদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স