মাগুরা শহরে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত এবং অর্ধশত আহত হয়েছে। অপরদিকে মোহাম্মদপুর ইউএনও কার্যালয়ে এবং উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ ৪ আগস্ট (রবিবার) সকাল ১১টার দিকে শহরের ঢাকা রোড, পারনান্দুয়ালী, ভায়নার মোড়সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে দফায় দফায় সাধারণ ছাত্র জনতা ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পুলিশের ভূমিকা ছিল অনেকটাই নীরব দর্শকের।
বিএনপির দাবি, পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় ছাত্রলীগের গুলিতে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ডা. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।
ভায়নার মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা ও বিএনপি সমর্থকরা অবস্থান নিয়েছে। শহরের পরিস্থিতি থমথমে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ঠিকানা/এসআর