চলমান বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে আজ ৪ আগস্ট (রবিবার) রংপুর পৌঁছেছে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন।
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রংপুর সার্কিট হাউসে আগামী ৮ আগস্ট পর্যন্ত অবস্থান করে তদন্তকাজ পরিচালনা করবেন বলে জানা গেছে। আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমিনুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মূলত ১৬ থেকে ২১শে জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করার পাশাপাশি তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করবেন।
জেলা প্রশাসনের কর্মসূচির তালিকা অনুযায়ী, আগামীকাল ৫ আগস্ট (সোমবার) সকালে কমিশনের সদস্যদের রংপুর সার্কিট হাউসে সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।
পরদিন ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে এবং ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
ঠিকানা/এসআর