পবিত্র হজ পালন শেষে দেশে ফেরত আসা হাজীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ জুলাই শনিবার বিকেলে নিউইয়র্কের ব্রঙ্কসে আল আকসা পার্টি হলে এই সংবর্ধনার আয়োজন করেন সিপিএ জাকির চৌধুরী ও মোহাম্মদ এন মজুমদার (মাস্টার অব ল’)। মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ হচ্ছে হজ পালন করা। হজ পালন শেষে হাজীরা সাধারণ মানুষের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
সিপিএ জাকির চৌধুরী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মামুন ইসলাম বলেন, হাজীদের সম্মানিত করতে পেরে তারা নিজেদের সম্মানিত বোধ করছেন। আগামী দিনেও এ ধরনের আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন বলে জানান। কমিউনিটি লিডার এন মজুমদার বলেন, দেশের রাজনীতিতে মুসলমানদের অধিকার আদায়ে সবার সম্পৃক্ত হওয়া জরুরি।