Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাইডেন আমার কাছে এখনো শিশুর মতো : ন্যান্সি পেলোসি

বাইডেন আমার কাছে এখনো শিশুর মতো : ন্যান্সি পেলোসি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে জো বাইডেনকে হাগ করছেন ন্যান্সি পেলোসি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এখনো ‘শিশু’। তার বয়স নিয়ে আপত্তি যথার্থ নয়। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থী হওয়ার জন্য তার বয়স কোনো বাধা নয়।

১৯ জুলাই বুধবার এমএসএনবিসি টেলিভিশনের একটি প্রোগ্রামে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এসব মন্তব্য করেন।

পেলোসি বলেন, ‘বাইডেনের জন্য বয়স কোনো বাধা নয়। তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে যুক্তরাষ্ট্র এখনো যথেষ্ট পরিমাণে উপকৃত হতে পারে। বাইডেনের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বেশ ভালোভাবে পরিচালনা করছে।’

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ বছর বয়সী বাইডেনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়া নিয়ে নিজ দল ও রিপাবলিকানদের মধ্যে সমালোচনা রয়েছে। কিন্তু ৮৩ বছর বয়সী পেলোসির কাছে এই অজুহাত কোনোমতেই গ্রহণযোগ্য নয়।

বিষয়টি ব্যাখ্যা করে পেলোসি বলেন, ‘বয়স সব সময় আপেক্ষিক। চলচ্চিত্র প্রযোজক নরম্যান লিয়ারকে দেখুন। ১০০ বছর বয়সেও তিনি দিব্যি কাজ করে যাচ্ছেন। স্থপতি ফ্রাঙ্ক গেহরি ৯৪ বছর বয়সেও সক্রিয়।

তাই সাবেক এই স্পিকারের কাছে ৮০ বছর বয়সী বাইডেন শিশুর মতো। তার যুক্তি, ‘তিনি বয়সে আমার ছোট। সুতরাং এ কথা বলাই যায়, তিনি আমার কাছে এখনো শিশুর মতো।’ সূত্র : আরটি

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স