Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দুবাইয়ে জনসমক্ষে চিৎকার করায় মার্কিন নারী জেলে

দুবাইয়ে জনসমক্ষে চিৎকার করায় মার্কিন নারী জেলে ছবি সংগৃহীত



 
সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাইয়ে জনসমক্ষে চিৎকার করায় এক মার্কিন নারী পর্যটককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর নাম টাইরা ইয়াং অ্যালেন। তিনি টেক্সাসের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ট্রাকচালক।

নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়, দুই মাসেরও বেশি সময় ধরে দুবাইতে আটকে রয়েছেন টাইরা। তার পরিবারের সদস্যরা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। টাইরার মায়ের দাবি, তার মেয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি জানান, ঘটনাটি ঘটেছিল গত মে মাসে। সে সময় টাইরা তার এক বন্ধুর সাথে দুবাইয়ে বেড়াতে যায়। তারা দুজন একটি গাড়ি ভাড়া করেছিলেন। পথে একটি দুর্ঘটনার শিকার হলে পুলিশ তাদের আটক করে এবং একপর্যায়ে ছেড়ে দেয়।

তবে টাইরা যে প্রতিষ্ঠান থেকে গাড়ি ভাড়া করেছিলেন, ঝামেলার সূত্রপাত সেখানেই। ওই প্রতিষ্ঠানে কিছু ব্যক্তিগত জিনিস রেখেছিলেন টাইরা। সেগুলো ফেরত আনতে গেলে তাকে জানানো হয়, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জিনিসগুলো ফেরত পাবেন তিনি। এতে রেগে গিয়ে চিৎকার করেন টাইরা।

এ বিষয়ে দেশটির কমিউনিটি অ্যাক্টিভিস্ট কোয়ানেল এক্স বলেন, এখানে নারীদের চিৎকার করার অনুমতি নেই। যদি কেউ চিৎকার করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স