গত তিন বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাসমির ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামী তারকার প্রেমিকার হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ ছবি শিকারিদের নজরে সাবা। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তি প্রকাশও করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে হৃতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গিয়েছে সাবার!
গত কয়েকদিনে যে ক’টি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সর্বত্রই তিনি একা গিয়েছেন। আম্বানীদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু গত দু’বছরে এমন হয়নি। কোনো অনুষ্ঠানের সাবাহীন হৃতিককে দেখা যায়নি। কর্ণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনবাড়ির জমায়েত, সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাঁদের।
ফলে একাকী হৃতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডে। নেটাপাড়ার একটি অংশের দাবি সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে, এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।
ঠিকানা/এসআর