গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম।
রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নুর ছাড়াও আরও সাতজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন।
এর আগে গত ২১ জুলাই নুরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে গত শুক্রবার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক আবু সাইদ মিয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শুক্রবার নুরকে যখন আদালতে আনা হয়, তখন তিনি হাঁটতে পারছিলেন না। পুলিশ সদস্যের কাঁধে ভর করে তিনি আদালতে আসেন। শুনানিকালে এজলাসেও দাঁড়াতে পারছিলেন না তিনি।
রিমান্ডে নিয়ে নুরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া নুর। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। স্বামীর রিমান্ডের বর্ণনা দিতে গিয়ে পুরো সংবাদ সম্মেলনেই কাঁদতে দেখা যায় তাকে।
মারিয়া নুর দাবি করেন, নুরকে রিমান্ডে নিয়ে ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কি না, জানেন না। ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। এতে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন।
দুই সন্তানকে পাশে রেখে নুরের স্ত্রী বলেন, ‘২১ জুলাই রাত ৮টার দিকে ওকে (নুর) কোর্টে ওঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামেলির কারও দেখা করতে দেওয়া হয়নি। কী টর্চার করেছিল বা কী হয়েছেল, কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে, ওকে যখন কোর্টে ওঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে নিখোঁজ অবস্থায় ওর ওপর শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের আঘাতের চিহ্ন নিজের টি-শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরও তাকে আবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। ওকে ওই জায়গা থেকে আবার মিরান্ডে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘রিমান্ডে নিয়ে যাওয়ার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে ওঠানো হয়, সে এক বীভৎস চিত্র। ও তো কোনো চোর, ডাকাত, খুনি ও জঙ্গি নয়। ও তো একজন ডাকসুর সাবেক ভিপি। ছাত্রদের হয়ে কথা বলছে।’
কাঁদতে কাঁদতে মারিয়া নুর বলেন, ‘এতটুকু অধিকার তো আমাদের সংবিধান আমাদের দিয়েছে, ও হেঁটে কোর্টে উঠতে পারেনি। পুলিশের কাঁধে ভর দিয়ে তারপর ওকে কোর্টে উঠতে হয়েছিল। মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে আমি একটু দেখা করার সুযোগ পাই। তখন ও বলে, রিমান্ডের এই পাঁচটা দিন ওর ওপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে—যেটা বলতে আমার... একটা মানুষের ওপরে এরকম... জানি না অন্য কোথাও হয় কি না...।’
নুরের স্ত্রী বলেন, ‘আগে শুনেছি, রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। বাট এতটা ভয়ংকরভাবে ওর ওপর অত্যাচার করা হয়েছে। সন্তানদের সামনে... ওরা এখনো জানে না, আমি আজ যখন বের হই বাসা থেকে, বারবার জিজ্ঞেস করে, “মা তুমি বাইরে যাচ্ছ, কেন তুমি বাবাকে নিয়ে আসতেছ না। বাবাকে ফোন দাও।” ওর বাবাকে ছাড়া ও ঘুমাতে পারে না। বাবার কাছেই ও যেহেতু থাকে, ওকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। বলে, “বাবাকে ফোন দাও, বাবা কেন আসেনি।” উত্তরগুলো আমাদের কাছে নেই।’
ঠিকানা/এএস