Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বিয়ে করতে গিয়ে ভুল ঠিকানায় নামল বরের হেলিকপ্টার

বিয়ে করতে গিয়ে ভুল ঠিকানায় নামল বরের হেলিকপ্টার ছবি সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে হেলিকপ্টারে বিয়ে করতে গিয়ে ভুল ঠিকানায় অবতরণ করেছে বরসহ একটি হেলিকপ্টার। বর বহনকারী হেলিকপ্টারটি কনের বাড়ির ঠিকানা ভুল করে হোসেনপুর পৌর এলাকার ৩৪ নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে অবতরণ করে। 

২০ জুলাই বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। সেখানে পতিত জমিতে হেলিকপ্টারটি দেখতে আশপাশের গ্রামের কয়েকশ মানুষ এসে ভিড় করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবকের হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে ১৫ মিনিটের মতো অবস্থান করেছিল হেলিকপ্টারটি।

জানা গেছে, হেলিকপ্টারটিতে বরসহ চারজন যাত্রী ছিলেন। কিছু সময় অবস্থানের পর সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।

ধূলজুরী গ্রামের মো. রিটন মিয়া, আবদুল জব্বারসহ একাধিক ব্যক্তি জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে তারা আতঙ্কিত ও ভয় পেয়ে যায়। পরে গিয়ে দেখা গেছে এটার ভেতর বরযাত্রী।

গ্রামবাসী জানান, জীবনে প্রথম তারা এত কাছ থেকে এমনকি অনেকে তাদের জীবনে প্রথম হেলিকপ্টার দেখেছেন।

হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের ঘটনাটি জানিয়ে বলেন, হেলিকপ্টার অবতরণের বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স