Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের


চলমান অলিম্পিক গেমসে ফুটবলসহ কয়েকটি ইভেন্ট আগেই শুরু হলেও পদকের লড়াই শুরু হয়েছে আজ থেকে। অলিম্পিকের ৩৩তম আসরের প্রথম স্বর্ণ জিতেছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। ২৭ জুলাই (শনিবার) শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এতে আসরের প্রথম পদক জিতেছেন তারা।

এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া এবং ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

ফ্রান্সের শিল্প-সাহিত্য ও ভালোবাসার শহর প্যারিস। আর এই শহরটিতেই গতকাল (শুক্রবার) রাতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স