Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

সাবেক দুই প্রেসিডেন্টসহ ৩৯ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সাবেক দুই প্রেসিডেন্টসহ ৩৯ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছবি সংগৃহীত
দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের ৩৯ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯ জুলাই বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ছয়জনের নাম রয়েছে। আর‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ শীর্ষক প্রতিবেদনটি দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন সব ব্যক্তিরা রয়েছেন, যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন। শুধু তা-ই নয়, তারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজেও লিপ্ত হয়েছেন।

নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তাদের মধ্যে কারও কারও মার্কিন ভিসা থাকলেও তা বাতিল করা হবে। নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্ট মাউরিসিও ফুনেস এবং সালভাদর সানচেজ আছেন। এ ছাড়া রয়েছেন বেশ কয়েকজন বিচারক এবং সাবেক ও বর্তমান প্রসিকিউটর।

নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গুয়াতেমালার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও। অপরদিকে হন্ডুরাসে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন সংসদ সদস্য এবং প্রধান রাজনৈতিক দলের সভাপতি। এ ছাড়া নিকারাগুয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্তমান অ্যাটর্নি জেনারেল, জাতীয় পরিষদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, আপিল কোর্টের বিচারকসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থার কর্মকর্তাদের ওপর।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স