Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত

ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত ছবি সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত দুই শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে আশঙ্কামুক্ত হওয়ায় অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি রেখেছেন চিকিৎসকেরা।

ঢাকা মেডিকেলের টিকিট কাউন্টারের কর্মচারী মো. মিজান বলেন, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে মাত্র ১১ জনকে ভর্তি দিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। তবে রোগীদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। তাদের অবজারভেশনে রাখা হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে ভর্তি ১১ জন হলেন ইয়াকুব (২১), তাসনিম (২৪), অমি (২৬), আমিনুর (২২), শুভ (২০), গিয়াস উদ্দিন (২০), নাসির (২৩), অপি (২২), মেহেদি (২২), সিয়াম (২২) ও হাসিব (২২)।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের চত্বরে ও ভেতরে একে অপরকে ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালজুড়ে রোগীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে বাড়তি আনসার সদস্যদের দেখা গেলেও হাসপাতাল চত্বরে কোনো অতিরিক্ত পুলিশ দেখা যায়নি।

যদিও হাসপাতাল চত্বর ও আশপাশে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে হাসপাতালের ভেতর কয়েকজন রোগীকে ছাত্রলীগ চিহ্নিত করে মারধর করেছে আন্দোলনকারীরা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স